আপনি যদি বিশ্বাস করতে পারেন, আপনি জিতবেন, তবে আপনি অবশ্যই জিতবেন। সম্প্রতি এক উদ্যোক্তা মিলনমেলায় কি-নোট স্পিকার হিসেবে বক্তব্যের প্রাক্কালে মি: ফারাহী এই কথা বলেন। উক্ত কথার প্রামাণিক বক্তব্যে মি: ফারাহী আরো বলেন, ১৯০৩ সালে বৃটিশ অলিম্পিক কোচ হ্যারি এ্যানড্রিউস একটি স্টেটমেন্ট দিয়েছিলেন যে, ৪ মিনিটের পূর্বে কোন মানুষের পক্ষে দৌড়ে ১ মাইল অতিক্রম করা অসম্ভব। সমসাময়িক বিজ্ঞানীরাও এই স্টেটমেন্ট সমর্থন করেছিলো সে সময়। এমনকি বিজ্ঞানীরা স্টেটমেন্টটির পক্ষে জোরালো সমর্থন জানিয়ে বলেছিলো যে, কোন মানুষ যদি ৪ মিনিটের পূর্বে দৌড়ে এক মাইল অতিক্রম করার চেষ্টাও করে, তাহলে তার হৃদপিণ্ড এত জোরে পাম্প করবে যে তা যে কোন মুহূর্তে ফেটেও যেতে পারে। এক দিকে বিশ্ববিখ্যাত অলিম্পিক কোচ অন্যদিকে বিজ্ঞান - এই দুইয়ের বক্তব্য অবিশ্বাস করার সুযোগ কই? তাই ১৯০৩ সাল থেকে ১৯৫৩ সাল পর্যন্ত কেউ বিশ্বাসও করতে পারেনি যে, ৪ মিনিটের পূর্বে দৌড়ে এক মাইল অতিক্রম করা সম্ভব। কিন্তু ১৯৫৪ সালে এক যুবক হঠাৎ সবাইকে বলতে শুরু করলো, আমার বিশ্বাস, আমি ৪ মিনিটের পূর্বেই দৌড়ে এক মাইল অতিক্রম করতে পারবো। তার কথা কেউ বিশ্বাস করলোনা। কিন্তু সবাইকে চমকে দিয়ে ১৯৫৪ সালের মে মাসের ৬ তারিখে যুবক 'রজার ব্যানিস্টার' ঠিকই চার মিনিটের পূর্বে অর্থাৎ ৩:৫৯ সেকেন্ডে দৌড়ে এক মাইল অতিক্রম করে নতুন বিশ্বরেকর্ড গড়লো। মজার বিষয় হলো তার পর থেকে এ পর্যন্ত অন্তত ২০০০ মানুষ ৪ মিনিটের পূর্বেই দৌড়ে এক মাইল অতিক্রম করতে সক্ষম হয়েছেন। বলুন তো, ১৯০৩ সাল থেকে ১৯৫৪ সাল পর্যন্ত একজন ব্যক্তিও কেন পারেন নি? কারণ, সে সময় কেউ বিশ্বাসই করতে পারেননি যে, এটা সম্ভব। কিন্তু রজার ব্যানিস্টার যখন করে দেখিয়েছেন, তখন সবাই বিশ্বাস করতে শুরু করলো, যদি রজার করতে পারে তাহলে আমাদের পক্ষেও করা সম্ভব। আর এ কারণেই পরবর্তীতে ২০০০ এর অধিক মানুষ ৪ মিনিটের পূর্বেই দৌড়ে এক মাইল অতিক্রম করতে সক্ষম হয়েছে। সুতরাং কোন কিছু অর্জন করতে হলে আগে বিশ্বাস অর্জন করতে হবে। এবং এভাবেই সব কিছু অর্জন করা সম্ভব হবে ইনশাআল্লাহ।
© Mahtab Farahi. All Rights Reserved. Designed by Mahtab Farahi